ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মহাকাশ কর্মসূচির উন্নয়নে ভারতের চন্দ্রাভিযান একটি মডেল: মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৬ আগস্ট ২০২৩

যেসব দেশ তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচির উন্নয়ন ঘটাতে চান তাদের জন্যে কম খরচে ভারতের চন্দ্রে অবরতরণ একটি মডেল। 

ভারতের সফল এই চন্দ্রাভিযানের নেপথ্যের বিজ্ঞানীদের প্রশংসাকালে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেন। 

ভারতের চন্দ্রায়ন-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। এর মধ্যদিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হলো ভারত। 

এর আগে এ তালিকায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (আইএসআরও) মিশন স্টাফদের উদ্দেশে মোদি বলেন, অন্য দেশ যারা চন্দ্রাভিযানে নামতে চায় তাদের নতুন উপায়ের নির্দেশনা দেবে আমাদের এই মিশন।

তিনি আরো বলেন, এটি কেবল চাঁদের রহস্যই উন্মোচন করবে না, পৃথিবীর চ্যালেঞ্জসমূহ মোকাবেলাতেও সহায়ক হবে। 
উল্লেখ্য, চার বছর আগে ভারতের চন্দ্রাভিযান-২ ব্যর্থ হয়েছিল। 

মোদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ায় এবং নিরলসভাবে মিশনের কাজ চালিয়ে যাওয়ায় বিজ্ঞানীদের প্রশংসা করেন। 
ভারতের এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৬১০ কোটি রুপি যা প্রায় সাড়ে সাত কোটি মার্কিন ডলারের সমান। বিশে^র অনেক মহাকাশ অভিযানের তুলনায় ভারত খুব কম খরচে এই সফল চালালো।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি